Site icon Jamuna Television

লকডাউন উপেক্ষা করায় পুলিশের সাথে ধস্তাধস্তি, আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি:

করোনায় লকডাউনে জয়পুরহাটের কড়াকড়ি অমান্য করে মোটরসাইকেলে চেপে দুই যুবকের বাড়ি ফেরায় বাধা দিতে গিয়ে ট্রাফিক পুলিশের সাথে স্থানীয়দের ধস্তাধস্তি হয়েছে। আর পুলিশের কাজে বাধা এবং পুলিশকে মারধর করা হয়েছে এমন অভিযোগ স্থানীয় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট শহরের বিআইডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে এই ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট শহরের বুলুপাড়া মহল্লার ফকির মণ্ডলের ছেলে সান্টু মণ্ডল (৩৫), সাহেব পাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৩০), রূপনগর মহল্লার সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫), গুলশান মোড় মহল্লার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩০)।

Exit mobile version