Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে চলছে পঞ্চম দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গে চলছে পঞ্চম দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গে চলছে পঞ্চম দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আজ রাজ্যের ৪৫ আসনে ভোট।

এ দফায় জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, চব্বিশ পরগণা, নদীয়া এবং পূর্ব বর্ধমাণে ভোটাধিকার প্রয়োগ করছেন নাগরিকরা।

এর আগে, চতুর্থদফার নির্বাচনে শীতলকুচিতে নির্বাচনী সহিংসতায় পাঁচজনের প্রাণহানির ঘটনায় অতিরিক্ত সতর্ক কমিশন। হত্যাকাণ্ডের জন্য সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই, নিশ্ছিদ্র নিরাপত্তায় মোতায়েন রয়েছে এক হাজার ৭১ আধা-সামরিক বাহিনী কোম্পানি।

গেলো চার দফায় রাজ্যের ১৩৫টি আসনে গ্রহণ করা হয়েছে ভোট। আট দফা শেষে ফলাফল প্রকাশিত হবে ২ মে।

Exit mobile version