Site icon Jamuna Television

প্রিন্স ফিলিপ: ডিউকের চার সন্তান ও দুই নাতি অন্তিম যাত্রায় কফিনের পাশে হাটবেন

প্রিন্স ফিলিপ: ডিউকের চার সন্তান ও দুই নাতি অন্তিম যাত্রায় কফিনের পাশে হাটবেন

সদ্য প্রয়াত প্রিন্স ফিলিপের অন্তিম যাত্রায় কফিনের পাশে হাটবেন ডিউক অব এডিনবার্গের ৪ সন্তান এবং দুই নাতি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বাকিংহাম প্যালেস।

নিজের নকশাকৃত ল্যান্ড রোভারে বহন করা হবে প্রিন্সের কফিন। এসময় গাড়িটির পাশেই থাকবেন প্রিন্স চার্লস, অ্যান্ড্রু, এডওয়ার্ড এবং প্রিন্সেস অ্যানি। তাদের সাথেই থাকবেন দুই নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারি। শনিবার স্থানীয় সময় বেলা তিনটায় উইন্ডসর ক্যাসেলের চ্যাপেলে অনুষ্ঠিত হবে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া। করোনা বিধিমালা অনুসরণ করে সাজানো হয়েছে পুরো আয়োজন। মাত্র ৩০ জন ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন গির্জায়। সবার মুখে থাকবে মাস্ক, মানবেন শারীরিক দূরত্ব। এসময় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ শুধু বসে থাকবেন।

গেলো শুক্রবার, ৯৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিন্স ফিলিপ।

Exit mobile version