
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে।
করোনা মহামারির কারণে এবার মেহেরপুরে সীমিত পরিসরে দিনটি পালন করা হচ্ছে। সকালে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply