Site icon Jamuna Television

অবতরণের অনুমতি না থাকায় বিমানের চারটি বিশেষ ফ্লাইট বাতিল

অবতরণের অনুমতি না থাকায় বিমানের চারটি বিশেষ ফ্লাইট বাতিল

অবতরনের অনুমতি না নিয়ে কেন বাংলাদেশ বিমান সূচী নির্ধারণ করল তা খতিয়ে দেখবে বেবিচক, প্রয়োজনে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান।

আজ মোট ১৪টি বিশেষ ফ্লাইট ছিলো। যার মধ্যে ৭টি বাতিল। বাকি ৭টির মধ্যে ৫টি বাংলাদেশ থেকে যাবে এবং ২টি আসবে।

দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা ও দেশে আসতে আগ্রহীদের ফেরত আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিলো। তবে উড্ডয়নের কয়েক ঘণ্টা আগেই ফ্লাইট বাতিল করা হয়।

যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর তাদের ফ্লাইট বাতিলের বিষয়টি জানানো হয়। হয়রানির কারণে শুক্রবার মধ্যরাত থেকে প্রবাসীরা বিমানবন্দরে বিক্ষোভ করছেন। ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ৩১৪ জন।

যাত্রীরা জানান, করোনা টেস্ট ও যাতায়াতের জন্য অনেক টাকা খরচ হয়েছে তাদের। এছাড়া অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় রয়েছেন দুঃশ্চিন্তায়।

Exit mobile version