Site icon Jamuna Television

রাজধানীর কারওয়ানবাজারে সৌদি টিকিট প্রত্যাশীদের সড়ক অবরোধ

রাজধানীর কারওয়ানবাজারে সৌদি টিকিট প্রত্যাশীদের সড়ক অবরোধ

কয়েকটি বিশেষ ফ্লাইট বাতিল হওয়ায় রাজধানীর কারওয়ানবাজারে হোটেল সোনারগাঁওয়ে সামনে অবস্থান নিয়েছে সৌদি প্রবাসীরা।

এর আগে তারা সৌদি এয়ারলাইন্স এর অফিসের সামনে অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

বিক্ষোভকারী প্রবাসীরা জানান, আজকে তাদের ফ্লাইট না গেলে পরবর্তীতে কি ব্যবস্থা নেয়া হবে সে সম্পর্কে তাদের কিছু জানানো হচ্ছে না। লকডাউনে বহু টাকা খরচ করে তারা ঢাকা এসেছেন বিভিন্ন জেলা থেকে। কিন্তু সৌদি এয়ারলাইন্স থেকে তাদের কোন সমাধান দেয়া হচ্ছে।

অনেকে অভিযোগ করেন, তাদের ভিসার মেয়াদ কম। ফ্লাইট না হলে তাদের বড় ক্ষতি হবে। অনেকে অভিযোগ করেন, হেল্প লাইনেও কেউ সহায়তা করেনি তাদের।

Exit mobile version