Site icon Jamuna Television

সরে দাঁড়ালেন রাউল, কিউবায় পুরোপুরি অবসান ঘটতে যাচ্ছে কাস্ত্রো যুগের

সরে দাঁড়ালেন রাউল, কিউবায় পুরোপুরি অবসান ঘটতে যাচ্ছে ক্যাস্ত্রো যুগের

কিউবায় পুরোপুরি অবসান ঘটতে যাচ্ছে কাস্ত্রো যুগের। শুক্রবার কম্যুনিস্ট পার্টির বার্ষিক সম্মেলনে দলীয় প্রধানের পদ থেকে অবসর গ্রহণের ঘোষণা দেন রাউল কাস্ত্রো।

অবশ্য উত্তরসূরী হিসেবে নির্দিষ্ট কারো নাম জানাননি ৮৯ বছর বয়সী এই রাজনীতিক। ভাষণে বলেন, সাম্রাজ্যবাদ বিরোধী চেতনায় উজ্জীবিত এবং দৃঢ়-প্রত্যয়ী তরুণ প্রজন্মের হাতে তিনি নেতৃত্ব হস্তান্তর করতে চান।

ধারণা করা হচ্ছে, ৪ দিনের সম্মেলনে দ্বীপ রাষ্ট্রটির বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলকে এ পদের জন্য বেছে নেয়া হতে পারে।

১৯৫৯ সালে, বিপ্লবের মধ্যে দিয়ে কমিউনিস্ট পার্টির হাল ধরেন অবিসংবাদিত নেতা, ফিদেল কাস্ত্রো। তিনি অসুস্থ হয়ে পড়লে, ২০০৮ সাল থেকেই কিউবার প্রেসিডেন্ট এবং দলীয় প্রধানের পদ সামলেছেন রাউল কাস্ত্রো। তাকে ফিদেলের চেয়ে উদার শাসক হিসেবে দেখা হয়। বিশেষ করে মুক্ত বাজার অর্থনীতির বিষয়ে তিনি অগ্রজ ফিদেলের মতো কট্টর অবস্থানে ছিলেন না। কিউবার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের মতো শত্রু রাষ্ট্রগুলোর সাথেও খোলামেলা আলোচনায় আগ্রহী ছিলেন রাউল।

Exit mobile version