Site icon Jamuna Television

হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাই’কে ১৪ মাসের কারাদণ্ড

হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাই'কে ১৪ মাসের কারাদণ্ড

হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাই’কে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিনা অনুমতিতে সমাবেশ আয়োজনের অভিযোগে শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৯ সালে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের সাথেই আদালতে হাজির করা হয় ধনকুবের লাই’কে। ৭৩ বছরের এই ব্যবসায়ী চীনের কট্টর সমালোচক হিসেবে বিবেচিত গণমাধ্যম ‘অ্যাপল ডেইলি’র মালিক। হংকংয়ের অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে চীনের নজরদারি বৃদ্ধির প্রেক্ষাপটে এলো রায়টি।

শুক্রবার বেশ কয়েকজন মানবাধিকারকর্মীকে ২০১৯ সালের বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা শোনানো হয়। সম্প্রতি হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু হয়েছে। যার আওতায় চীন-বিরোধী সব ধরনের কর্মকাণ্ড অবৈধ।

Exit mobile version