Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাশিয়ার

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার দাঁতভাঙ্গা জবাব দিতেই ১০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, মস্কোতে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে এ বিষয়ে তলব করা হয়েছে। সম্ভাব্য নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আরও ৮ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা। রুশ রাজনীতিতে হস্তক্ষেপকারী মার্কিন এনজিও’গুলোর কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপেরও উদ্যোগ নেয়া হয়েছে।

সাইবার হামলা, নির্বাচনে হস্তক্ষেপ এবং ইউক্রেনকে হুমকি দেয়ায় রাশিয়ার ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যে তালিকায় রয়েছেন রাশিয়ার ১৬ শীর্ষ কর্মকর্তা এবং সমান সংখ্যক প্রতিষ্ঠান।

Exit mobile version