Site icon Jamuna Television

কুমারখালীতে কৃষকের হাত পা বাঁধা লাশ উদ্ধার

প্রতীকী ছবি।

কুষ্টিয়ার কুমারখালীতে আবাদি জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় নজিরউদ্দিন (৫৯) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে নিহতের বাড়ির অদূরে আবাদি জমি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে নজিরউদ্দিন।

নিহতের ছেলে মিরাজ জানান, তার বাবা প্রায় দিনই বাড়ির পাশে পুকুর পাড়ের বাঁশের চরাটের ওপর রাতে শুয়ে থাকতেন। গতকাল রাত ১২টার দিকেও সেখানে ছিলেন।

সকাল ৬টার দিকে মিরাজের চাচি শিউলী খাতুন জানায়, তার বাবা রজব মোল্লার জমিতে ঘুমাচ্ছে। মিরাজ দ্রুত মাঠে গিয়ে দেখে তার বাবা হাত ও পা বাঁধা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে। চোখে মুখে রক্ত ও আঘাতের চিহ্ন। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, মাঠ থেকে নজির উদ্দিন নামের একজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এলাকা আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version