Site icon Jamuna Television

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান

পশ্চিমা বিশ্বের সমালোচনা এবং কড়াকড়ি উপেক্ষা করেই ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে পরমানু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএইএ (IAEA)।

দেশটির সবচেয়ে বড় পরমাণু প্রকল্পে গোলযোগের কয়েকদিন পরই এই ঘোষণা দিলো ইরান।

যদিও তেহরান বলছে, খুব সামান্য পরিমাণই ইউরেনিয়াম উৎপাদন করবে তারা। এদিকে নাতাঞ্জ পরমাণু প্রকল্পে নাশকতার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজনকে শনাক্তের দাবি জানিয়েছে ইরান।

বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, নাশকতাকারীর নাম রেজা করিমি। ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি বর্তমানে বিদেশে আত্মগোপন করেছেন। তবে তিনি কোন দেশে আছেন বা কিভাবে ওই হামলা চালানো হয়েছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Exit mobile version