Site icon Jamuna Television

করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসিন

করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসিন। রাজধানীর বারডেম হাসপাতালে সকাল ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনাভাইরাসে তার ফুসফুস মারাত্মকভাবে সংক্রমিত হয়েছিলো। দীর্ঘদিন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। পরিবারের ইচ্ছা তাকে আজিমপুর কবরস্থানে দাফনের তবে, মুক্তিযোদ্ধা হওয়ায় তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের বিষয়েও পরিবারের সাথে আলোচনা চলছে।

অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে তাকে একুশে পদক, এছাড়া শিল্পকলা পদক ও বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। মঞ্চ রক্তে ভেজা, কবর ও মুনীর চৌধুরী পরিচালিত “চিঠি” নাটকের মতো অনেক নাটকে অভিনয় করেন এই গুনি অভিনেতা।

Exit mobile version