Site icon Jamuna Television

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রে সহিংসতায় দুটি মামলা; আসামি অজ্ঞাত কয়েক হাজার শ্রমিক

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে। সকালে বাঁশখালী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এতে তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। সম্পদ নষ্টের অভিযোগে অপর মামলাটি করেছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। দুটি মামলাতেই অজ্ঞাত কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। এদিকে, গতকালের সহিংসতায় নিহত ৫ শ্রমিকের মরদেহের ময়নাতদন্ত চলছে চট্টগ্রাম মেডিকেলে।

 গতকাল শনিবার সকাল ১০টার দিকে বেতন ভাতার দাবিতে কিছু শ্রমিক বাঁশখালির গন্ডামারায় নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে। একপর্যায়ে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে পুলিশের । সংঘর্ষে ৫ জন প্রান হারান, আহত হয় আরও অনেকে।

Exit mobile version