Site icon Jamuna Television

আবারো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ড. জাফরুল্লাহ

আবারো স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছেন ড. জাফরুল্লাহ চৌধুরী। করোনার সর্বশেষ পরিস্থিতি এবং করোনা মোকাবেলায় সরকারি উদ্যোগ নিয়ে আয়োজিত অনলাইন নাগরিক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। লকডাউনে নিম্নবিত্ত মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য আগাম কোনো প্রস্তুতি নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা।

মহামারি মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেয়া উচিৎ বলে জানান তারা। এসময় বাঁশখালীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করা শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনারও তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরো অনেকে।

Exit mobile version