Site icon Jamuna Television

মহিপুরে ২৭ মণ জাটকা ইলিশ জব্দ, ট্রাকসহ আটক ১

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুরে ২৭ মণ জাটকা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

শনিবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে শেখ কামাল সেতুর টোল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব জাটকা ইলিশ মাছ জব্দ করে।

পরে রোববার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডলের উপস্থিতিতে থানা এলাকার বিভিন্ন এতিমখানায় জব্দকৃত জাটকা ইলিশ বিতরণ করা হয়।

এ ঘটনায় আটককৃত ট্রাকের ড্রাইভারকে প্রধান করে জাটকা সিন্ডিকেটের সাথে জড়িত ১০ জনের নামে মহিপুর থানায় জাটকা ইলিশ সংরক্ষণ ও সুরক্ষা আইনে মামলা দায়ের করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ইউএইচ/

Exit mobile version