Site icon Jamuna Television

আমার উক্তিকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আমার সহজ সরল উক্তিকে বিকৃত করে সাংবাদিকদের যার যেমন ইচ্ছা তেমন প্রকাশ করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি গতকাল ইলিয়াস আলির গুমের বিষয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দেন এভাবে।

তিনি বলেন, গতকাল সরকারকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন এবং কয়েকটি সংবাদমাধ্যম তা বিকৃত করেছে। এর জন্য তিনি ও বিএনপির কোনো দায় নেই।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলিয়াস আলি গুমের পেছনে সরকার নেই- এমন মন্তব্য তিনি করেন নাই।

ইউএইচ/

Exit mobile version