Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের স্কোয়ার্ডে ফিরেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ।

পারিবারিক সমস্যার কারণে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন ম্যাথুজ। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন তিনি। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সবশেষ সিরিজ মিস করা পেসার লাহিরু কুমারা ফিরেছেন দলে। তবে পারিবারিক সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আরেক পেসার দুশমন্থ চামিরা।

লঙ্কান দলে নতুন মুখ একজন, ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার প্রবীন জয়াউইক্রমা। উইন্ডিজ সফরে চোট পাওয়া স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার জায়গায় ডাক পেয়েছেন তিনি। ২১ এপ্রিল পাল্লেকেলেতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

ইউএইচ/

Exit mobile version