Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ গ্রেফতার ৩৯

মালয়েশিয়ার মালেকা প্রদেশে পৃথক দু’টি অভিযান চালিয়ে ২২ বাংলাদেশিসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ।

রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার প্রদেশের উপকূল ও পাসার বুরং বারু বেরেন্ডামে পৃথক দুটি অভিযান চালিয়েছে। এই দুই অভিযানে গ্রেফতার হওয়াদের ২২ জন বাংলাদেশি নাগরিক, ৬ জন পাকিস্তানী পুরুষ ও ৩ জন ইন্দোনেশিয়ান নারী গ্রেফতার হয়েছে।

রাজ্যের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মুখলিস আবু কাসিম বলেছেন, ক্লেবাংয়ে বিদেশি শ্রমিকদের স্থাপনায় একটি হোটেল-কনডোতে এবং বাতু বেরেনডাম হোলসেল মার্কেটের আশপাশে অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়।

দুটি অভিযানে ১৩০ জনেরও বেশি বিদেশিদের কাগজপত্র পরীক্ষা করা হয় এবং গ্রেফতারকৃতদের পরবর্তী পদক্ষেপের জন্য মেলাকা রাজ্য অভিবাসন বিভাগের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে।

উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মুখলিস আবু কাসিম আরও বলেছেন, আমরা সবসময় ‘হটস্পট’ অবস্থানগুলোতে নজরদারি চালিয়ে যাবো।

এ দিকে চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মুখলিস আবু কাসিম জানিয়েছেন।

Exit mobile version