Site icon Jamuna Television

বনানী কবরস্থানে চিরনিদ্রায় চিত্রনায়ক ওয়াসিম

বনানী কবরস্থানে মেয়ে বুশরার পাশে আজ রোববার (১৮ এপ্রিল) বেলা তিনটায় দাফন করা হয়েছে চিত্রনায়ক ওয়াসিমকে। এর আগে গুলশানের আজাদ মসজিদে তার মরদেহের প্রথম জানাজা ও বনানী মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগে অভিনেতা ওয়াসিম আজ রোববার ৭১ বছর বয়সে রাত ১২ টা ৪০ মিনিটে মারা যান।

২০০৬ সালে মেয়ের আত্মহত্যার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ঢালিউড সুপারস্টার ওয়াসিম। তখন থেকেই তিনি যাপন করতে থাকেন একাকী জীবন। গত জানুয়ারি মাসে চোখের যন্ত্রণায় ভুগতে থাকলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অসুস্থতা বাড়তে থাকলে একপর্যায়ে তিনি চোখের জ্যোতি প্রায় হারিয়ে ফেলেন। এছাড়াও তিনি ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য,  ওয়াসিম ১৯৫০ সালের ২৩ মার্চ চাঁদপুরের আমিরাবাদ গ্রামে জন্ম নেন। মাস্টার্স পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।  মহসিন পরিচালক রাতের পর দিন’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র হলেও এস এম সফি পরিচালিত ‘ছন্দ হারিয়ে গেল প্রথম’ (১৯৭২) চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তার  প্রথম চলচ্চিত্র।

Exit mobile version