Site icon Jamuna Television

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন  নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহতরা হলেন সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আ. কুদ্দুসের ছেলে শামীম (৩৫) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে সুজন (৩৫)।

রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী।

এসআই আব্দুল্লাহেল বাকী বলেন, সন্ধ্যা রাতে তালগাছি বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি নছিমনের সঙ্গে সলঙ্গাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।

Exit mobile version