Site icon Jamuna Television

আগুনে পুড়লো কেপ টাউনের ঐতিহাসিক স্থাপনা; আটক ১

দক্ষিণ আফ্রিকায় দাবানলে পুড়লো ‘কেপ টাউন বিশ্ববিদ্যালয়ে’র ঐতিহাসিক সব ভবন ও স্থাপনা। রোববারের ভয়াবহ এ আগুনে দগ্ধ হন এক ফায়ার ব্রিগেড কর্মী। কতৃপর্ক্ষ জানায়, বিখ্যাত টেবিল মাউন্টেইন থেকে ছড়িয়েছে দাবানল। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় দ্রুত সরানো হয় সব শিক্ষক-শিক্ষার্থীদের। ততক্ষণে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিখ্যাত ‘জ্যাগার লাইব্রেরি’ এবং ঐতিহাসিক মস্টার্ট’স মিল ক্ষতিগ্রস্ত হয়। আরও কিছু ভবনও হুমকির মুখে।

দাবানল ঠেকাতে চারটি হেলিকপ্টারের সহযোগিতায় ছড়ানো হচ্ছে পানি। ধোঁয়ায় ছেয়ে গেছে কয়েক কিলোমিটার এলাকা। পর্বতারোহীদের দ্রুত লোকালয়ে ফেরার সতর্কবার্তা পাঠিয়েছে কর্তৃপক্ষ। আফ্রিকা মহাদেশের তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম কেপ টাউন বিশ্ববিদ্যালয়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এই ব্যক্তি অগ্নিসংযোগের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা তাদের। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাগরিক হতাহতের কথা জানা যায়নি।

Exit mobile version