Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গোলাগুলিতে কমপক্ষে ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিনে একটি আবাসিক এলাকায় গোলাগুলির ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩ জন। রোববারের এ ঘটনায় সাবেক এক কাউন্টি গোয়েন্দাকে খুঁজছে পুলিশ। এরইমধ্যে, গোটা এলাকা কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। স্থানীয় পুলিশের সন্দেহ, হত্যাকাণ্ডের সাথে ৪১ বছর বয়সী স্টিফেন ব্রডেরিক জড়িত।

নিহতদের মধ্যে দু’জন নারী এবং একজন পুরুষ। পূর্ণাঙ্গ তদন্তের আগে তাদের পরিচয় সামনে আনতে চাচ্ছেন না পুলিশ। সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে গেলো বছর শিশু যৌন নির্যাতনের মামলা দেয়া হয়েছিলো।

Exit mobile version