Site icon Jamuna Television

মাস্ক পরিধানের বাধ্যবাধকতা প্রত্যাহার করলো ইসরায়েল

ঘরের বাইরে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা প্রত্যাহার করলো ইসরায়েল। খুলে দেয়া হলো দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। গণ-টিকাদান কর্মসূচিতে সাফল্যের পরই এ সিদ্ধান্তের কথা জানালো ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে জনসমাবেশ এবং অভ্যন্তরীণ চিকিৎসা দেয়ার ক্ষেত্রে এখনও মাস্ক পরিধান করতে হবে।

রোববার থেকেই ইসরায়েলের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো খুলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে ছোট্ট শিশুরা। মে মাস থেকে বিদেশি পর্যটকদেরও স্বাগত জানাতে প্রস্তুত নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলে ১৬ বছরের ঊর্ধ্বে ৮১ শতাংশ মানুষ পেয়েছেন ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা।

Exit mobile version