Site icon Jamuna Television

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে চালু হলো ‘ট্রাভেল বাবল’

প্রতিবেশী নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে চালু হলো ‘ট্রাভেল বাবল’। ফলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছাড়াই দেশ দু’টির মধ্যে যাতায়াত করতে পারবেন বাসিন্দারা।

সোমবার, অকল্যান্ড বিমানবন্দরে হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্যের অবতারণা হয়। প্রায় একবছর পর পরিবার-স্বজনকে স্বাগত জানাতে হাজির হন অনেকেই। প্রিয়জনকে দেখে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন ।

গত বছর মার্চ থেকে বন্ধ সীমান্ত। জরুরি প্রয়োজনে ভ্রমণ করলেও মানতে হতো ১৪ দিনের কোয়ারেন্টাইন। করোনা বিস্তাররোধে, দুটি দেশই কঠোর লকডাউন আরোপ করে। নতুন নীতি অনুসারে দুই প্রতিবেশী দেশের নাগরিকদের অবাধ যাতায়াতের সুযোগ তৈরি হলো। তবে, অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি বহাল আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দুই দেশেই।

Exit mobile version