Site icon Jamuna Television

ঈশ্বরদীতে ট্রাক উল্টে তিন জন নিহত

পাবনার ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উল্টে তিন জন নিহত হয়েছে, আহত হয়েছেন ৬ জন। গতকাল মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, রাতে ট্রাকটি ঢাকার উদ্দেশে রওনা হয়। উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চর গড়গড়ী মোড় এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিন জন। খবর পেয়ে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Exit mobile version