Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম ধরায় গ্রামজুড়ে চাঞ্চল্য (ভিডিও)

লিচু গাছে লিচু ধরবে এটাই স্বাভাবিক। তবে, লিচু গাছে আম? এটাও কী সম্ভব? আশ্চর্য হবার মতো এমন ঘটনাই ঘটেছে ঠাকুরগাঁও সদরের একটি গ্রামে।

সিংগিয়া কলোনীপাড়া গ্রামের লিচু গাছের মালিক আবদুর রহমান জানান, তার একটি গাছে ছোট ছোট লিচু ধরেছে। ওই গাছের একটি লিচুর থোকায় ধরেছে একটি আমও। বিষয়টি প্রথমে তার নাতি হৃদয়ের নজরে আসে। সে সবাইকে জানালে লিচু গাছে আম ধরার বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আশপাশের বিভিন্ন গ্রাম থেকেও লোকজন দেখতে ছুটে আসছেন।

স্থানীয় কৃষি বিভাগ বিষয়টি পর্যবেক্ষণ করছে। তারা জানিয়েছে, গাছের ইতিহাস পর্যালোচনা করেই কেবল বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব।

ভিডিওটি দেখতে ক্লিক করুন।

Exit mobile version