Site icon Jamuna Television

তিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

লকডাউন পরিস্থিতিতে নারায়ণগঞ্জে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে রিকশাচালক ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণীর কর্মহীন খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি করে লবণ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তোফাজ্জল হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

খাদ্য বিতরণ শেষে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাস ও লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর শ্রেণীর মানুষদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার এমন কর্মহীন খেটে খাওয়া মানুষদের তালিকা তৈরি করে প্রতিদিন জেলা প্রশাসন থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে। এই জনসেবামূলক কাজে সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।

Exit mobile version