Site icon Jamuna Television

আইপিএলে আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস

আইপিএলে ম্যাচে আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের আইপিএলের ১২ তম ম্যাচে মুখোমুখি হতে যাওয়া দল দুটিই রয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে।

দুই ম্যাচে একটি করে জয় নিয়ে সমানে সমান লড়াইয়ের আভাস দিচ্ছে দুই দলের খেলোয়াড়রা। চেন্নাই সুপার কিংসের দীর্ঘ ব্যাটিং লাইনআপ তাদের বড় শক্তি। আর রাজস্থানের বড় শক্তি দলটির বোলিং।

কোয়ারেন্টাইন শেষে লুঙ্গি এনগিদির অর্ন্তভুক্তি চেন্নাইয়ের বোলিং শক্তি বাড়াবে। চেন্নাইয়ের বিপক্ষে বরাবর সফল মোস্তাফিজ- রাজস্থানের একাদশে থাকতে পারেন। আইপিএলে রবীন্দ্র জাদেজাকে চারবার আউট করেছেন টাইগার পেসার।

Exit mobile version