Site icon Jamuna Television

রোজাদারের কষ্ট বুঝতে উপবাস থাকলেন ডেভিট ওয়ার্নার ও উইলিয়ামসন

পবিত্র রমজানের মধ্যেই চলছে এবারের আইপিএল। এই টুর্নামেন্টে খেলছেন বেশ কয়েকজন মুসলিম খেলোয়াড়। যেমন বাংলাদেশ সাকিব আল হাসান খেলছেন কলকাতায়। আরেক বাংলাদেশি মুসলিম ক্রিকেটার মোস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালসে।

তবে সানরাইজার্স হায়দারাবাদে খেলছেন আফগানিস্তানের তিন মুসলিম ক্রিকেটার। তারা তিনজনই নিয়মিত রোজা রাখছেন। প্র্যাকটিস বা ম্যাচ নিয়ে কোন কম্প্রোমাইজ করছেন না তারা। রশিদ খান, মোহাম্মাদ নবী ও মুজিবের রোজা রাখা দেখে তাদের পথেই হেটেছেন দুই সতীর্থ অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ডের ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন।

মুসলিম না হওয়ায় তিন মুসলিম সতীর্থের কষ্ট বুঝতে উপবাস থেকেছেন এই দুই ক্রিকেটার। পরে ইফতারির সময় তিন সতীর্থের সাথে ইফতারিও করেছেন। আফগানিস্তানের স্পিনার রশিদ খানের ইনস্টাগ্রামে ইফতারির একটি ছবি প্রকাশ করেছেন রশিদ খান।

Exit mobile version