Site icon Jamuna Television

৩৭ রানে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ

আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়ছে রাজস্থান রয়্যালস। টস জিতে ফিল্ডিং করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ দাড়িয়েছে ৯ উইকেটে ১৮৮ রান। জবাবে ১৮৯ রানের জয়ের লক্ষে ব্যাট করছে রাজস্থান রয়্যালস।

এই ম্যাচেও সেরা একাদশে খেলেছেন টাইগারদের পেস বোলার মোস্তাফিজুর রহমান। বল হাতে শুরুতে প্রতিপক্ষের প্রথম উইকেট তুলে নিয়ে দলকে ব্রেকথ্রু এনে দেন দ্যা ফিজ। তবে তার পরে আর বেশি সুবিধা করতে পারেননি তিনি। নির্ধারিত চার ওভার বল করে ৯ দশমিক ২৫ গড়ে দিয়েছেন ৩৭ রান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে খুব বেশি ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে বল হাতে দলের জয়ে ভুমিকা রেখেছিলেন মোস্তাফিজ। সে ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন দ্যা ফিজ।

Exit mobile version