Site icon Jamuna Television

শামসুজ্জামান দুদু আটক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে রাজধানীর রমনা এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার দুপুরে তাকে আটক করা হয় বলে পুলিশের রমনা জোনের উর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আজ রাজধানীসহ সারা দেশে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করতে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।

Exit mobile version