Site icon Jamuna Television

লকডাউন ঘোষণা করতেই মদ কিনতে হুড়োহুড়ি দোকানে (ভিডিও)

https://www.youtube.com/watch?v=3pxxks1o0ns

লকডাউন ঘোষণার পরপরই মদ কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় দিল্লির বিভিন্ন দোকানে।

এসময় ক্রেতাদের মধ্যে ছিলো না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। লম্বা লাইন ভেঙে দোকানের মধ্যে ঢুকে পড়েন অনেক ক্রেতা। বেশ কয়েকটি দোকানে হাতাহাতিও হয় ক্রেতাদের মধ্যে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় বেশ কয়েকটি স্থানে। একেকজন ক্রেতাকে ১০ থেকে ১২টি করে মদের বোতল কিনে নিতে দেখা যায়। বিক্রি শুরুর কিছুক্ষণ পরই শেষ হয়ে যায় অনেক দোকানের স্টক।

ভিডিও

Exit mobile version