Site icon Jamuna Television

চেন্নাই সুপার কিংসের ৪৫ রানের জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরের দ্বাদশ ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ৪৫ রানে। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই। জবাবে ৯ উইকেটে ১৪৩ রানে আটকে যায় রাজস্থান।

ওয়াংখেড়েতে ঋতুরাজ গায়কোয়াড়কে ফিরিয়ে দিয়ে চেন্নাইকে শুরুতেই ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। এরপর ফাফ ডু প্লেসির ৩৩, মঈন আলির ২৬, রাইডুর ২৭ এ বড় স্কোরের দিকে এগোতে থাকে চেন্নাই। মাঝে ছন্দপতন হলেও শেষ দিকে ডোয়াইন ব্র্যাভোর ৮ বলে ২০ রানে ১৮৮ রান করে চেন্নাই। ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট পান মুস্তাফিজ। জবাবে জস বাটলারের ৪৯ রানের পর চেন্নাইয়ের স্পিনারদের দাপটে বড় স্কোর করতে পারেননি কেউই। মঈন আলি ৩টি ও জাদেজা নেন ২ উইকেট। ১৪৩ রানে থেমে যায় রাজস্থান।

Exit mobile version