Site icon Jamuna Television

ঘুমধুম সীমান্তের রোহিঙ্গারা ফিরে গেছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকার জিরো লাইনে গত ৫ দিন ধরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা চলে গেছে।

গতরাতে বৃষ্টির পর সকালে সেখানে তাদের আর দেখা যায়নি। বিজিবি বলছে, তারা মিয়ানমারে ফিরে গেছে। তবে স্থানীয়রা বলছেন, বান্দরবানসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। জিরো লাইনসহ অন্যান্য আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও সুপেয় পানির চরম সংকট দেখা দিয়েছে। স্থানীয় অনেকের ব্যক্তিগত উদ্যোগে তাদের সামান্য পরিমাণ খাদ্য ও পানি সরবরাহ করা হচ্ছে। এদিকে, সীমান্ত এলাকায় বিজিবির জনবল বাড়ানো হয়েছে। তবে এর মধ্যেই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকতে দেখা গেছে রোহিঙ্গাদের। বিজিবি বলছে দিনের বেলায় তারা ঢুকতে পারছে না। তবে রাতেও যেন প্রবেশ করতে না পারে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

Exit mobile version