Site icon Jamuna Television

অর্জুন রামপাল করোনায় আক্রান্ত

অর্জুন রামপাল করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা অর্জুন রামপাল। ইনস্টাগ্রামে নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন অর্জুন।

অর্জুন লিখেছেন, ‍আমি কোভিড-১৯ পজেটিভ হয়েছি। যদিও আমার কোনো উপসর্গ নেই। নিজেকে বাড়িতে আইসোলেশনে রেখেছি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিচ্ছি। সকল প্রকার নিয়ম মানছি।

অর্জুনের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

সবাইকে সতর্ক থাকতে বলে এই অভিনেতা আরো লিখেছেন, গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজের যত্ন নিন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। এটি আমাদের জন্য অনেক ভয়ানক একটি সময় কিন্তু যদি কিছু সময়ের জন্য সতর্ক থাকি অনেক লাভ হবে। আমরা একসঙ্গে করোনার সঙ্গে লড়াই করছি এবং করবো।

ভূমি পেডনেকার, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আমির খান, অক্ষয় কুমার, আলিয়া ভাটসহ অনেক বলিউড তারকা সম্প্রতি মরণঘাতী এই ভাইরাসের আক্রান্ত হন। তবে ইতিমধ্যে কেউ কেউ সেরেও উঠেছেন।

Exit mobile version