Site icon Jamuna Television

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার রায় ঘোষণা সামনে রেখে যুক্তরাষ্ট্রে উত্তেজনা

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার রায় ঘোষণা সামনে রেখে যুক্তরাষ্ট্রে উত্তেজনা

কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েড হত্যার রায় ঘোষণা সামনে রেখে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে। দু-একদিনের মধ্যেই এ মামলায় রায় হওয়ার কথা রয়েছে।

রায়ের পর বিক্ষোভের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে মিনিয়াপোলিসে। সোমবার বিকালে হেনাপিন কাউন্টির আদালতে এ মামলার চূড়ান্ত শুনানি হয়। এখন ১২ সদস্যের বিচারক প্যানেল রায় প্রস্তুত করছেন।

শুনানিতে বাদী পক্ষের আইনজীবী বলেন, বর্ণবাদী চিন্তার কারণেই ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরেন পুলিশ সদস্য ডেরেক শভিন। যাতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ফ্লয়েডের। বিষয়টিকে ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড বলেও দাবি করেন তারা।

গেল বছর মিনিয়াপোলিসে গ্রেফতারের সময় মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের। তার শ্বাসরোধের ঘটনায় ক্ষোভের আগুন ছড়ায় যুক্তরাষ্ট্রে। শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।

Exit mobile version