Site icon Jamuna Television

করোনার প্রকোপ বৃদ্ধিতে ভারতকে লাল তালিকাভুক্ত করলো ব্রিটেন

করোনার প্রকোপ বৃদ্ধিতে ভারতকে লাল তালিকাভুক্ত করলো ব্রিটেন

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় ভারতকে লাল তালিকাভুক্ত করলো ব্রিটেন। ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভারত থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। এর পাশাপাশি গেল ১০ দিন আগে যারা ভারতে ছিলেন তারাও যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। সোমবার এই সিদ্ধান্ত জানায়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রণালয়।

এছাড়া এরইমধ্যে যারা ভারত থেকে ব্রিটেনে ফিরেছেন তাদের বাধ্যতামুলক ২ সপ্তাহের লকডাউনে থাকতে হবে।

এদিকে মহামারী পরিস্থিতির কারণে আগামী ২৫ এপ্রিল নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এর পরিবর্তে চলতি মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

Exit mobile version