Site icon Jamuna Television

করোনা নেগেটিভ হয়েই মালদ্বীপে গেলেন আলিয়া-রণবীর

করোনা নেগেটিভ হয়েই মলদ্বীপে গেলেন আলিয়া-রণবীর

প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। এরপরই একই ভাইরাসের কবলে পড়েছিলেন আলিয়া ভাট। তবে করোনা নেগেটিভ হয়েই ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি জামালেন। সোমবার সকালেই মুম্বাই বিমানবন্দরে দেখা গেল এই জুটিকে।

যদিও ‌‘ডেসটিনেশন স্পট’ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আলিয়া-রণবীর দু’জনেই। সোমবার সকালেই এই জুটিকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। আলিয়া পরা ছিলেন হলুদ রঙের টপ, সাদা জ্যাকেট ও সাদা প্যান্ট। রণবীরও ধরা দিলেন ওয়েস্টার্ন কাপড়েই। সাদা ভি-নেক টিশার্ট ও ফেডেড ডেনিমে ছিলেন তিনি। দু’জনেরই চোখ-মুখ ঢাকা ছিল সানগ্লাস ও মাস্কে।

এদিকে ভারতে এখন প্রতিদিনই লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ বাড়লেও বলিউড তারকাদের মালদ্বীপ-প্রীতি কমছে না। অনেক শিল্পীকেই দেশটিতে দেখা যাচ্ছে। রোববার মালদ্বীপে উড়ে গেছেন টাইগার শ্রফ ও দিশা। সম্প্রতি দেশটিতে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন সারা আলি খানও। এবার সেই তালিকায় যোগ হলো রণবীর-আলিয়ার নামও।

তথ্যসূত্র: পিঙ্কভিলা

Exit mobile version