Site icon Jamuna Television

‘কারাগারে গুলশানের বাসার মতো সুবিধা দেয়া সম্ভব নয়’

খালেদা জিয়াকে কারাগারে গুলশানের বাসার মতো সুযোগ সুবিধা দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে কক্সবাজারে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত হয়েছেন। তারপরও তাকে কারাবিধি অনুযায়ী সব সুযোগ সুবিধা দেয়া হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি মামলার রায় নিয়ে দেশে-বিদেশে যেভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে তা শুধু বিএনপির পক্ষেই সম্ভব। ৭ ফেব্রুয়ারি লন্ডনে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ দূতাবাসে হামলা হয় বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের নির্দেশেই বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা হয়েছে।

Exit mobile version