Site icon Jamuna Television

বিতর্কের কারণেই মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না মিথিলা!

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় সেরা হলেও আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে অংশ নিতে পারছেন না তানজিয়া জামান মিথিলা।

কথা ছিল ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। সে অনুযায়ী মূল প্রতিযোগিতার ওয়েবসাইটে উঠেছিল তার নাম। ভোট দেওয়ারও সুযোগ ছিল। কিন্তু মিস ইউনিভার্সের ওয়েবসাইট কর্তৃপক্ষ তার নাম সরিয়ে নিয়েছে।

বিউটি পেজেন্টদের নিয়ে কাজ করা অনলাইন ম্যাগাজিন ‘সাশ ফ্যাক্টর’ তাদের পোস্টে মিথিলার বয়স লুকোচুরি এবং যৌন হয়রানির বিষয়টিও তুলে ধরেছে। মিস ইউনিভার্সের প্রতিযোগিতার জন্য তার বয়স বেশির কথাও জানিয়েছে ‘সাশ ফ্যাক্টর’।

সেখানে উল্লেখ করা হয়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ- ২০২০ তানজিয়া জামান মিথিলাকে ঘিরে অনেক বিতর্ক দেখা যাচ্ছে। অনেক বাংলাদেশি বিউটি পেজেন্টরা মিথিলাকে নিয়ে হতাশা ব্যক্ত করেছেন এবং তাকে মূল প্রতিযোগিতার জন্য সাপোর্ট করছেন না।’

ইউএইচ/

Exit mobile version