Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানইউকে বাদ দেওয়া অসম্ভব: ফ্লোরেন্তিনো

সুপার লিগে খেলা ফুটবলারদের নিষিদ্ধ করার যে হুঁশিয়ারি দিয়েছে উয়েফা, তা অবাস্তব এমনটাই বলেছেন সুপার লিগের চেয়ারম্যান ফ্লোরেন্তিনো পেরেজ।

সেই সাথে আইনের কারণে এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদ, চেলসি আর ম্যানচেস্টার সিটিকে বাদ দেয়াও অসম্ভব বলছেন অভিজ্ঞ এই সংগঠক। কোন ভাবেই জাতীয় দল থেকে সুপার লিগের ফুটবলারদের নিষিদ্ধ করা যাবে না বলছে এই সংগঠনটিও।

সুপার লিগের চেয়ারম্যান বলেন, প্লেয়ারদের ব্যান করা হবে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও জাতীয় দল থেকে? উয়েফার এই হুশিয়ারি লোক দেখানো। দুশ্চিন্তার কিছু নেই এমনই কিচুই হবে না। কারণ উয়েফা এটা করতেই পারে না।

Exit mobile version