Site icon Jamuna Television

‘আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু বা সুস্থতার অপেক্ষা করাই এখন বাস্তবতা’

আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু বা সুস্থতার অপেক্ষা করাই এখন বাস্তবতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, দেশে প্রতিদিন করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নাজুক চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে এক বছর সময় পেয়েও কোনো প্রস্তুতি না থাকায় এটা সংশ্লিষ্টদের চরম ব্যর্থতা। স্বাস্থ্য বিভাগের এমন ব্যর্থতা মেনে নেয়া যায় না বলেও মন্তব্য করেন জি এম কাদের।

ইউএইচ/

Exit mobile version