Site icon Jamuna Television

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে শঙ্কায় ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে ভারতের। করোনার কারণে ভারতেকে লাল তালিকায় ফেলেছে ব্রিটিস সরকার। দেশের মাটিতে ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

আগামী জুন মাসে ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ ভারতে বাড়িয়ে দিয়েছে সংক্রমণের মাত্রা। সেই দেশে ভারতকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। ২৪ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে।

ব্রিটেনের সরকার এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এর সঙ্গে কথা হচ্ছে মহামারির সময় কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে এগিয়ে নাওয়া সম্ভব। আমরা আত্মবিশ্বাসী জুন মাসে ব্রিটেনেই ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে বলে আশা রাখছি জানিয়েছে আইসিসি। করোনা পরিস্থিতির মধ্যে সেই ফাইনাল কীভাবে আয়োজন করে আইসিসি, নজর থাকবে সেই দিকে।

Exit mobile version