Site icon Jamuna Television

শ্রীপুরে পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ১

গাজীপুরের শ্রীপুরে নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে সুলতান উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার তেলিহাটির মুলাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ধর্ষণের শিকার ওই নারী পোশাক শ্রমিক আরও তিনজনের নাম উল্লেখ করে থানায় ধর্ষণ মামলা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, ওই নারী পোশাক শ্রমিক মুলাইদ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। পরে ভাড়া না দিতে পারায় ওই বাড়িওয়ালা তাকে ১৮ এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে বের করে দেয়।

তিনি বলেন, পরে রাতে থাকার সন্ধানে সড়কে একা ঘুরতে থাকলে স্থানীয় মিজান উদ্দিনসহ চারজন তাকে তুলে নিয়ে যায়। পরে মিজান উদ্দিনের বাড়িতে ওই নারী পোশাক শ্রমিককে পালাক্রমে গণধর্ষণ করে তারা।

এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version