Site icon Jamuna Television

আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।

২৪ ঘণ্টার বেশি হয়েছে তবে খালেদা জিয়ার এখনও কোন জ্বর আসেনি বলে জানিয়েছেন ডা. জাহিদ। তিনি জানান, যেহেতু ২ দিন ক্রুসিয়াল সময় তাই আগামীকাল দুপুর পর্যন্ত পর্যবেক্ষণ করবো।

ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার কাশি, গলাব্যথা নেই। অন্যদিনের চেয়ে ভালো বোধ করছেন। যে চিকিৎসা চলছে সেটা চলবে। ১৪ দিন পার হওয়ার পর মেডিকেল বোর্ড বসবে, অন্যান্য পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তী চিকিৎসা কিভাবে হবে।

এছাড়া মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে আগামী সপ্তাহে কখন করোনার পরবর্তী টেস্ট করানো হবে। যেহেতু উনি বয়স্ক, অনেক ধরনের রোগ আছে তাই পুরো মাস তাকে পর্যবেক্ষণে রাখতে হবে বলেও জানান ডা. জাহিদ।

Exit mobile version