Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়েছেন জিৎ ও শুভশ্রী

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিউডের সুপারস্টার জিৎ। করোনা প্রতিরোধী টিকা গ্রহণের পরও তার শরীরে করোনা হানা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে এক টুইট বার্তায় জিৎ নিজেই খবরটি জানিয়েছেন। তিনি জানান, বাড়িতে নিজেকে আইসোলেশনে রেখে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। এদিকে, টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে শুভশ্রী নিজেই তথ্যটি জানিয়েছেন। তিনি জানান, কোভিড-১৯ পজিটিভ। তবে তার সন্তান যুভান একেবারে সুস্থ আছেন এবং ব্যারাকপুরের বাড়িতে আছে।

Exit mobile version