Site icon Jamuna Television

লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে করোনার স্বাস্থ্যবিধি মানতে বলছেন গর্ভবতী ডিএসপি

লাঠি হাতে গর্ভাবস্থায় রাস্তায় দাঁড়িয়ে করোনার স্বাস্থ্য বিধি বলছেন ডিএসপি

রোদ, গরমকে উপেক্ষা করে ব্যস্ত রাস্তার মোড়ে লাঠি হাতে দাঁড়িয়ে কর্তব্য পালন করছেন এক মহিলা ডিএসপি। পাশ দিয়ে ছুটতে থাকা গাড়িগুলিকে কখনও থামিয়ে করোনা বিধি মানার উপদেশ দিচ্ছেন আবার কখনও স্বাস্থ্যবিধি না মেনে কেন বাইরে বেরিয়েছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। অনুরোধ করছেন সকলকে স্বাস্থ্য বিধি মেনে বাসায় থাকার। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে যে মহিলাকে পথচারীদের করোনা গাইডলাইন দিতে দেখা যাচ্ছে, তিনি ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বাস্তার ডিভিশনের দান্তেওয়াড়ার ডেপুটি পুলিশ সুপার শিল্পা সাহু। তিনি গর্ভাবস্থায় করোনা মোকাবিলার যাবতীয় নিয়ম মেনে নিজেকে সুরক্ষিত রেখে মানুষকে বোঝাতে রাস্তায় নেমেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, রৌদ্রতপ্ত দুপুরে মাঝ-রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের কাজ করছেন তিনি। সবাইকে করোনা মোকাবিলার বিষয়ে সচেতন করছেন। ডিএসপি শিল্পা সাহুর এই উদ্যোগের জন্য নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Exit mobile version