Site icon Jamuna Television

রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর চাপ; ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর চাপ; ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

করোনা রোগীর চাপ এখনও অব্যাহত রয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী কোভিড হাসপাতালেও বেড়েছে রোগী ভর্তি। হাসপাতালটি চালুর তৃতীয় দিনে ভর্তির হয়েছেন বেশ কয়েকজন। তবে ঠিকমতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের।

কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন ৩৩৬ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে ভর্তি হয়েছেন ২১ জন। এছাড়া আইসিইউ না থাকায় হাসপাতাল থেকে ফিরে গেছেন অনেকে। অতিরিক্ত রোগীর চাপে চাহিদা মোতাবেক সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

অন্যদিকে রোগী ও স্বজনরা চিকিৎসার মান নিয়ে অভিযোগ করছেন। এদিকে করোনা পরীক্ষার বুথগুলোর সামনেও মানুষের দীর্ঘ লাইন।

Exit mobile version