Site icon Jamuna Television

আখাউড়ায় ৩ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার পথে তিন যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার দুপুরে পৌরশহরের খরমপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের ইমাইল মিয়ার ছেলে কামরুল ইসলাম (২০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোড়াইল গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে সোহেল মিয়া (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এই তিন চোর মঙ্গলবার রাতে বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের ইয়াছিন মিয়ার একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পরের দিন তারা অটোরিকশাটি খরমপুর বাইপাস এলাকায় নিয়ে আসে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করে। পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এই ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন আটককৃতদের মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version