Site icon Jamuna Television

অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় মৃত্যু হলো ২২ করোনা রোগীর

অক্সিজেন ট্যাঙ্কারে ছিদ্র, হয়ে দমবন্ধ হয়ে ২২ করোনা রোগী মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে কোভিড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় মৃত্যু হলো ২২ মুমূর্ষু রোগীর। স্থানীয় সময় দুপুর নাগাদ হয় দুর্ঘটনাটি।

আইসিইউ-ভেন্টিলেটরে আধা ঘণ্টা বন্ধ ছিলো জরুরি সরবরাহ।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানান, জাকির হুসেইন হাসপাতালে অক্সিজেনের ওপর নির্ভরশীল প্রায় দেড়শো রোগী ভর্তি। যাদের মাঝে, ৮০ জনের শারীরিক অবস্থা খুবই খারাপ। দ্রুত ৩১ রোগীকে অন্যান্য হাসপাতালে সরিয়ে নেয়া গেলেও বাকিরা ভুগছেন চরম সংকটে।

ফায়ার ব্রিগেডের সহায়তায় সিলিন্ডার লিকেজ বন্ধের চেষ্টা চলছে। এ ঘটনায় আতঙ্কিত বাকি রোগীদের আত্মীয়-স্বজন।

মহারাষ্ট্রের এফডিএমন্ত্রী ড. রাজেন্দ্র শিংগন এটিকে “দুর্ভাগ্যজনক ঘটনা” বলে অভিহিত করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Exit mobile version